Header Ads

কান্দির আন্দুলিয়া গ্রামে গত 20 বছর নারী নির্য্যতনের একটি ঘটনাও নেই

অমল গুপ্ত ,কলকাতা ,কান্দি :। মুর্শিদাবাদ জেলার বহু বদনাম আছে।  কিন্তু ব্যতিক্রম হচ্ছে জেলার দক্ষিণে কান্দি মহকুমায় অধীন   অন্দুলিয়া গ্রাম।প্রায় তিন হাজার হিন্দু  মুসলিম  জন গোষ্ঠীর বাস গত   দু  দশকে একটিও নারী নির্যাতনের ঘটনা নেই।সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে। এই গ্রামে  পাঁচশো বছরের তেঁতুল গাছ আছে।হিন্দু মুসলিম সম্প্রীতির মিলন সেতু হিসাবে কাজ করছে।   এই গ্রাম মদ ভাং  গাঁজা    ইত্যাদি নেশা যুক্ত দ্রব্যকেউ খায় না।এই নেশা দেশকে বরবাদ করে দিচ্ছে।ব্যতিক্রম এই  আন্দুলিয়া গ্রাম। বৈশাখ মাস জুড়ে গ্রামে নগর  সং কীর্ত্তন গ্রাম   প্রদক্ষিণ করে।সুফল পাল,মুক্তি পাল,চন্দ্র  কান্ত পাল ,তুষার কান্তি রায় ,  শ্রী জিব রায় , সুজিত রায় রবিন রাজ বংশী ,নূপুর পাল  প্রমুখ   আন্দুলিয়া পাল পাড়া হরিনাম সম্প্রদায়  গড়ে প্রতিদিন নগর পরিক্রমা করে  গ্রামের মঙ্গল কামনা করে। কৃষিজীবী সুফল পাল তারই উদ্যোগে   গ্রামের  এই মদ নেশা মুক্তির আন্দোলন চলছে। তুষার কান্তি রায়ের মত উচ্চ শিক্ষিত যুবক র চাকরি বাকরি না পেয়ে  গ্রামের সার্বিক উন্নতিতে সামিল হয়েছে। এই গ্রামের সার্বিক উন্নয়নে সরকারের কোনো অবদান নেই বলে গ্রামবাসীর অভিযোগ।  সাম্প্রদায়িক সম্প্রীতির গ্রামে তাল  নারকেল   পাকুর  ইত্যাদি গাছ পানা পুকুর আর বৃদ্ধ  অভিভাবক তেঁতুল গাছ আর অফুরন্ত সবুজ  ছায়া  ঘেরা দূষণ মুক্ত গ্রাম  একবার ঘুরে যান ।   গরীব কৃষিজীবী মানুষগুলোর মনের খবর নিয়ে যান। ওরা গরীব  হলেও এক বিশাল মন আছে। হৃদয় জয় করার মন আছে।সেই মনে অবগাহন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.