Header Ads

আজ 19 মে শিলচরে বাংলা ভাষার দাবিতে 11 জন যুবক যুবতী প্রাণ আহুতি দিয়েছিলেন তাদের স্মরণে শিলচর ,শিলং, গুয়াহাটি, কলকাতায় আজ স্মরণ সভা শহীদ দিবস উদযাপন

উত্তর পূর্ব ভারত বাঙলা সাহিত্যসভার শিলং  অধিবেশনের জন্য বিশেষ  শুভেচ্ছা বার্তা

 নয়া ঠাহর,   কলকাতা,  শিলচর,   শিলং  , = উত্তর পূর্ব ভারত বাঙলা  সাহিত্যসভা অসম তথা উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষা ও বাঙালির অধিকার আন্দোলনে সামিল হয়েছে। উত্তর  পূর্বাঞ্চলে  সেই স্বাধিকার আন্দোলনে আমরা নয়া ঠাহর গোষ্ঠীও লড়াই করে  চলেছি। এই সংস্থার কেন্দ্রীয় সভাপতি শিলংয়ের প্রতিষ্ঠিত উজ্জ্বল ব্যক্তিত্ব মানস চৌধুরী  বহুদিন ধরে বাংলা ভাষাকে উপযুক্ত মর্য্যাদা দেওয়ার লক্ষ্যে এককভাবে লড়াই করছেন,সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বাংলা ভাষার  অধিকার আন্দোলন নিয়োজিত।উত্তর পূর্ব ভারত বাঙলা  সাহিত্যসভা জনপ্রিয় হোয়াটস্যাপ গ্রুপে বহু মূল্যবান কথার সন্ধান পাওয়া যায়। সেই মূল্যবান পোস্ট থেকে সংগ্রহ করে আমি নয়া ঠাহরকে সমৃদ্ধ করি । 19 মে অসমের বাঙালি জীবনে এক রক্ত মাখা স্মরণীয় দিন।ওই দিন  শিলচরে 11 জন যুবক  পুলিশের গুলিতে প্রাণ আহুতি দেন।সেই রক্তের ঋণ শোধ করতে পারেনি বাঙালিরা।আজ পর্যন্ত শহীদের আত্মত্যাগ মর্য্যাদা পেলো না।যে বাংলা ভাষার জন্যে এত রক্ত ঝরল, সেই বাংলা ভাষাও আজ অনাদর ও অবহেলা নিয়ে বেঁচে আছে। আমরা অনেক কষ্ট করে প্রায় আট/নয় বছর আগে বাংলা ভাষার পোর্টাল খুলে অনেক বাধা ও আর্থিক সংকট প্রতিকূল পরিস্থিতির মধ্যে  চলছি।আন্তর্জাতিক সাংবাদিক বন্ধু  রত্নজ্যোতি দত্ত প্রমুখ পাশে আছেন। অসম সরকার  বাঙালিদের বিশেষ গুরুত্ব দেন বলে মনে হয়না। আমরা বাঙালি রা ক্রমশ পিছিয়ে  যাচ্ছি। আশার আলো হাতে, প্রদীপ জ্বালিয়ে  কোনো বাঙালি অন্ধকারে পথ দেখাতে আসছে না। সামনে ভবিষ্যৎ অন্ধকার উত্তর পূর্ব ভারত বাংলা  সাহিত্যসভার কাছে আমাদের অনেক আশা। আমাদের পথ দেখাবে উজ্জ্বল রাস্তার ঠিকানা খুঁজে দেবে।সেই আশা বাস্তবায়িত হলে উপেক্ষিত নয়া ঠাহরও উজ্জীবিত হবে এই আশা নিয়ে এই বার্তা শেষ করলাম। 

- শুভেচ্ছা সহ -   
অমল গুপ্ত ,
সম্পাদক, নয়া ঠাহর  
গুয়াহাটি ,কলকাতা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.