Header Ads

19 মে অসমে বাংলা ভাষা রক্ষার দাবিতে 11 জন প্রাণ দিয়েছেন. তাদের স্মরণ করুন

-- বিজয়। চক্রবর্তী। -: ১৯ শে মে রভাবনা:--
আসামের বাংলা মধ্যমের প্রতিটি বিদ্যালয়ে ,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উদযাপন করা হোক ১৯ শে মে--স্মরণ করা হোক সেই১১ (একাদশ)শহীদকে , যাঁদের প্রাণের বিনিময়ে আজও আসামে বাংলাভাষায় কথা বলা যায়, সরকারি, অর্ধ সরকারি বাংলা মাধ্যমের বিদ্যালয়ে ইচ্ছে করলে আজও পড়া যায়।
একাদশ শহীদের আত্মার শান্তির জন্য আসামের প্রতিটি বাঙালি সংগঠন নিন্মলিখিত দাবী সম্বলিত স্মারক পত্র কেন্দ্রীয় সরকার , আসাম সরকার ও আসামে সক্রিয় প্রতিটি রাজনৈতিক দলকে প্রেরণ করে তা পুরন করার জন্য চাপ সৃষ্টি করুক।
দাবী:-
     ১৯ শে মে র একাদশ শহীদ কমলা, চণ্ডী চারন, শচীন্দ্র, বীরেন্দ্র, সত্যেন্দ্র, সুনীল, সুকমল, হিতেশ্,কানাই, তারিনি ও কুমুদ।যাঁদের প্রানাহুতিতে আজও আসামে বাংলাভাষায় কথা বলা যায় ,তাঁদেরকে বিনাসর্তে অতিসত্বর সরকার ভাষা শহীদ বলে ঘোষণা করতে হবে।
       অসমের বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার বাংলা মাধ্যমের বিদ্যালয় গুলোতে বাঙালি শিক্ষক নিযুক্তি নিশ্চিত করন।ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি  অধ্যুষিত অঞ্চল যেখানে বাংলা ভাষার বিদ্যালয় নেই সেখানে সরকার বাংলা মাধ্যমের বিদ্যালয় স্থাপন করুক।সরকারী বাংলা ভাষার বিদ্যালয় গুলোর মাধ্যম সংরক্ষণ সুনিশ্চিত করা হোক।

         বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষ চন্দ্র বসু র জন্মতিথিকে কেন্দ্রীয় ছুটির দিন করা হোক।

           আসাম সরকারের চাকুরিতে জনসংখ্যা অনুপাতে বাঙালিদের জন্য পদ সংরক্ষন করা হোক-প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর পদ পর্য্যন্ত।উচ্ছ শিক্ষা যেমন-মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি বিদ্যা, গবেষণা আদিতে জনসংখ্যা অনুপাতে বাঙালি শিক্ষার্থীর জন্য আসন সংরক্ষণ করা হোক।

           ২০১৪ সনের ভোটার তালিকার ভিত্তিতে ডিটেনশন মুক্তি ও D মুক্তির ব্যবস্থ্যা করা হোক।২০১৪ সনের ভোটার তালিকায় নাম থাকা পরিবারের NRC মুক্ত সদস্যদের NRC ভুক্ত করে অতি সত্বর পরিচয় পত্র দেবার ব্যবস্থা করা হোক।২০১৪ সনের ভোটার তালিকায় নাম থাকা সকল বাঙালির নাগরিত্বের রক্ষা কবজ দেয়া হোক।

            ২০১৪ সনের ভোটার তালিকার ভিত্তিতে / ন্যূনতম ভাবে আসাম চুক্তির ভিত্তিতে বাঙালিদের মাটির পাট্টা ও মাটি কেনা বেচার অনুমতি প্রদান করা হোক।

           আসামের বাঙালির নাগরিক অধিকার, আত্ম বিকাসের অধিকার সুনিশ্চিত করার জন্য উপ গ্রহীয় সায়ত্ব শাসন/স্বশাসিত উন্নয় পরিষদ গঠন করা হোক। (Satellite type of autonomous council) .ন্যূনতম৩০% বাঙালি থাকা জনবসতি এই পরিষদের অন্তর্ভুক্ত করা হোক।প্রয়োজনে সংবিধান সংশোধন করা হোক।
         
        ১৯শে মে তে এই দাবী সনদ আসামের প্রতিটি বাঙালি সংগঠন ,প্রতিটি বাঙালি মহল্লা থেকে e.mail করে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার ও প্রতিটি রাজনৈতিক দলকে প্রেরণ করে ১৯ শে মে র শহীদের রক্তকে সম্মান প্রদর্শন করার অনুরোধ করছি।
        ইতি,
বিজয় চক্রবর্তী।
সাধারন সম্পাদক।
অসম নাগরিক মঞ্চ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.