বিভাজন রুখতে বরাক এ 14 মে এক মঞ্চে সংহতি উৎসব
নয়া ঠাহর, শিলচর
বিভাজনের রাজনীতির প্রতিরোধে আগামী ১৪ মে বরাকের সমস্ত জনগোষ্ঠীকে একমঞ্চে নিয়ে ' বরাক সংহতি উৎসব' পালনের সিদ্ধান্ত পূর্বাচল জয়েন্ট একশন কমিটির।
বরাকের আর্থ সামাজিক উন্নয়ন এবং স্বকীয়তা রক্ষার লক্ষ্যে ২০২২ সালে যাত্রা শুরু করেছিল 'পূর্বাচল জয়েন্ট এ্যাকশন কমিটি'। ইতিমধ্যে এই উপত্যকা তথা বহির্বরাকের বিভিন্ন বিশিষ্ট, বিদগ্ধ ব্যাক্তিদের যোগদান, পরামর্শ ও সহযোগিতায় সমৃদ্ধ হয়েছে এই সংগঠন। এবার বরাকের সমস্ত জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ১৪ই মে শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে সারাদিন ব্যাপী 'বরাক সংহতি উৎসব ' পালনের সিদ্ধান্ত ঘোষণা করলেন এই সংগঠনের কর্মকর্তারা।
আজ স্থানীয় পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে ' পূর্বাচল জয়েন্ট এ্যাকশন কমিটির ' সভাপতি জয়দীপ ভট্টাচার্য বলেন যে বিভিন্ন সময়ে সামাজিক, ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে বরাক উপত্যকায় বিভিন্ন জনগোষ্ঠী এসেছেন এবং আবহমান কাল ধরে বসবাস করে আসছেন। এইসব জনগোষ্ঠীর মধ্যে কখনোই তেমন বিভেদ, বিভাজনের প্রসঙ্গ আসেনি বরং পারস্পরিক সৌহার্দ্য ও নির্ভরতার মধ্য দিয়ে সম্প্রীতি আরো নিবিড় হয়েছে। কিন্তু ইদানীং রাজনীতির কারবারিরা নিজেদের ন্যস্ত স্বার্থে সুকৌশলে এই উপত্যকার ভাষিক ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভাজনের বীজ বপন করার চেষ্টা করছেন। এর প্রতিরোধ করতে হলে সবাইকে আবার এক মঞ্চে আসতে হবে,হাতে হাত ধরতে হবে। বরাকের এই ঐক্যের ঐতিহ্যকে আগলে রাখার জন্যই এই ' বরাক সংহতি উৎসব' পালনের সিদ্ধান্ত।
সংগঠনের সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ এদিন বলেন যে জনবিন্যাসের সামুহিক বৈচিত্র্যের নিরিখে বরাক উপত্যকাকে 'মিনি ভারত' বলা যেতে পারে। কুকি,নাগা,কোচ, মনিপুরী,ডিমাসা, বিষ্ণুপ্রিয়া ,খাসি সহ প্রায় ১৮ টি জনগোষ্ঠীর বাসভুমি এই উপত্যকা। এবং এইসব প্রতিটি জনগোষ্ঠীর সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতির সমন্বয়ে এই উপত্যকার স্বকীয় বহুমুখী সংস্কৃতি গড়ে উঠেছে। সাধন বাবু বলেন আগামী ১৪ মের অনুষ্ঠানে এই সমস্ত জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন । তাই এদিনের উৎসবকে একটি সাংস্কৃতিক সমারোহ বলা যেতে পারে। তিনি বলেন পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির যে দীর্ঘ ঐতিহ্য এই উপত্যকাতে রয়েছে, এদিনের উৎসবে তাই আরো সুদৃঢ় হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।
পূর্বাচল জয়েন্ট এ্যাকশন কমিটির সহ সভাপতি কৃশানু ভট্টাচার্য এদিন উৎসবের রূপরেখা জানাতে গিয়ে বলেন বিশিষ্ট জনের উপস্থিতিতে উদ্বোধনের পর এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিকেলে থাকবে মত বিনিময় সভা বিষয় - ' আধিপত্যবাদের প্রতিরোধে ঐক্যবদ্ধ বহুভাষিক বরাক উপত্যকার ভুমিকা- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ' যাতে অংশ নেবেন বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা।সন্ধ্যার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অংশ নেবেন উপত্যাকার বিশিষ্ট নবীন ও প্রবীন শিল্পীরা। কৃশানু এদিন আরো বলেন যে ১৯ মের প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনিশের মাতৃভাষা আন্দোলনের বহুভাষিক ঐতিহ্যকে সম্মান জানাতে। তিনি এতে সবার সহযোগিতা ও অংশগ্রহনের আবেদন জানিয়েছেন।
বিষ্ণুপ্রিয়া ও মনিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে দিলীপ সিনহা ও খাইদেম কান্ত সিং বহুভাষিক বরাকের ঐক্য ও সংহতির ইতিহাস তুলে ধরে এদিনের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ ও উপস্থিত থাকতে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। এছাড়া সংগঠনের আরেক প্রবীন সদস্য তথা সমাজকর্মী আইনুল হক মজুমদার বলেন যে এই উৎসবের সাথে রাজনীতির কোন প।প্রত্যক্ষ যোগাযোগ নেই। তাই তিনি দলমত নির্বিশেষে সবাইকে এই উৎসব উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
অন্যান্যদের মধ্যে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হৃষীকেশ দে, গোরা চক্রবর্তী, দেবায়ন দেব, নবারুণ দে চৌধুরী প্রমুখ।
পূর্বাচল জয়েন্ট এ্যাকশন কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সদস্য হৃষীকেশ দে।
কোন মন্তব্য নেই