Header Ads

প্রায় 10 কোটি সিনিয়র সিটিজেন এবার থেকে রেল টিকিটে কন সেশন পাবেন

নয়া ঠাহর,কলকাতা=2016 সাল থেকে রেলে সিনিয়র সিটিজেন দের কন সেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।এবার থেকে চালু হবে।তবে বয়স হবে 60 বছরের উর্দ্ধে , তা70 বছর থেকে তা নির্ধারিত হয় নি।সম্ভবত 70 বছর থেকে হবে। তা হলে 10 কোটি থেকে আরো হ্রাস পাবে  সুবিধা প্রাপকদের সংখ্যা। রেলে যাত্রী  সাধারণের    সব ধরণের সুবিধা আজও দেওয়া হচ্ছে না।বিশেষত টয়লেট ,বেসিনের জল নিয়ে   অভিযোগ  আছে। ক্যান্টিনে র খাবার নিয়েও অভিযোগ আছে।তা ঠিক করতে হবে।তবে যাত্রী সাধারণের  সচেনতার অভাব আছে। রাতের দিকে সব দরজা হাট করে খোলা থাকে। টিটি দের দেখা পাওয়া যায় না।তবে আগের মত ট্রেন সময়ে চলে ভালো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.