Header Ads

taxi chalok শহীদুল লস্কর রাজ্যপালের পুরস্কার ফিরিয়ে দিলেন

  অমল  গুপ্ত  কলকাতা:আজ প্রধানমন্ত্রী র মন  কি  bat   প্রোগ্রাম  a  কলকাতার taxi চালক  শহীদুল লস্কর এর নাম উল্লেখ করে  তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত nen। বঙ্গের রাজ্যপালে আনন্দি বোসের  হাত থেকে  শহীদুল  তা না নিয়ে পুরস্কার   ফিরিয়ে দেন.।তিনি ক্ষোভের সুরে বলেন তিনি যে হাসপাতালের  জন্ম  দিয়েছিলেন  তা উল্লেখ করেছিলেন  তা প্রধানমন্ত্রী  উল্লেখ  করলেন না,   তাতে তিনি মর্মাহত। বলেন তার এক নিকট আত্মীয়  বিনা চিকিৎসায় মৃত্যু হয়  তারপর  ক্ষোভে দুঃখে 18 বছর টানা  taxi চালিয়ে  একটি হাসপাতাল  নির্মাণ করেন. আশা করেছিলেন  প্রধানমন্ত্রী  সেই হাসপাতালের  কথা  উল্লেখ  করবেন তা করলেন  না.।তাই তিনি পুরস্কার  গ্রহণ করলেন না. আজ  প্রধানমন্ত্রী র 100  সংখ্যক মন কি বার্ত কে ঘিরে  দেশে  বিপুল উদ্দীপনা  সৃষ্টি হয়েছিল. অসমে  বিজেপি  কর্মীরা   দল বেঁধে  বসে  মন কি বার্ত  উপভোগ  করেন। প্রধানমন্ত্রী বলেন  দেশের আর্থ  সামাজিক  সাংস্কৃতিক  নানা বিষয়ে মন কি বটে উল্লেখ  করা হয়  ,জি  20 বিশ্ব  মঞ্চে  তাকে  চেয়ারম্যানের  দায়িত্ব  দেওয়ায় ভারতের  মন মর্যাদা  বেড়ে  গেছে।  প্রতি বাড়িতে  জাতীয় পতাকা  উত্তোলন  করায় দেশে   জাতীয়তাবাদী  ধারা   দেশ প্রেম    গড়ে উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.