Header Ads

শিলং satsang বিহারের 23 তম বর্ষের অনুষ্ঠান



 *শিলং সৎসঙ্গ বিহারের ২৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে!* 


 *সানি রায়, শিলং:* সৎসঙ্গ র জোয়ার সাড়া বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। পিছিয়ে নেই দেশের বিভিন্ন প্রান্ত ও। আজ মেঘালয় রাজ্যের শিলং পলো গ্রাউন্ডে পূজনীয় অবিন দাদার উপস্থিতিতে শিলং সৎসঙ্গ বিহারের ২৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়। শনিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হয় মাতৃ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান র মাধ্যমে। রবিবার দিনভর জাঁকালো আয়োজনে মাতোয়ারা হয়ে উঠে সৎসঙ্গী ভক্ত বৃন্দ। সকালে সমবেত প্রার্থনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠাকুরের প্রিয় গান বাজনা বাজিয়ে মাতোয়ারা হতে দেখা যায় অতি কম বয়সের যুবক-যুবতীদের। অন্যদিকে সৎসঙ্গ র পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদার উপস্থিতিতে ঢল নামে ভক্তের। সুদূর উত্তর পূর্বাঞ্চল ছাড়া ও পশ্চিম বঙ্গের অনেক ভক্ত সমাগম পরিলক্ষিত হয়। এদিকে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর, নাগাল্যাণ্ড সহ অসম- অরুণাচল র অনেক ভক্ত সমাগম পরিলক্ষিত হয়। নূন্যতম ১লাখের কাছাকাছি ভক্তদের উপস্থিতি চোখে পড়ে। এদিকে, পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদার সন্নিকটে অনেক ভক্ত রা আশা আকাঙ্খা নিয়ে দর্শন প্রণাম ও নিবেদন করতে ও উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিনের আয়োজনে স্থানীয় পুলিশ- প্রশাসন র ভূমিকা ছিল লক্ষণীয়। বসানো হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।পরে ধর্মসভা ও অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমবেত বিনতি  প্রার্থনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু নৃত্য পরিবেশন সহ আলোক সজ্জা র মধ্যে দিয়ে রবিবারের দিনভর জাঁকালো আয়োজনে র সমাপন ঘটে। তবে উল্লেখযোগ্য যে , মেঘালয় যদি ও অবাঙালি রাজ্য। কিন্তু আজকের সৎসঙ্গ র আয়োজন যেভাবে বাঙালি - অবাঙালি দের মধ্যে ঐক্যতার  বার্তা তৈরি করেছে মেঘালয়ের শিলং শহরে।এ আয়োজনে বাদ পড়েনি মেঘালয়ের স্থানীয় দের উপস্থিতি। বাঙালির প্রাণের সঞ্চার করেছে বললে ও ভূল হবে না।

ছবি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.