Header Ads

নওগাঁ শহরের হনুমান মন্দিরের বারান্দা তে মৃতদেহ উদ্ধার

নগাঁও শহরের হয়বরগাঁওস্থিত হনুমান মন্দিরের বারান্দাতে মৃতদেহ উদ্ধার।
সুনীল রায় নগাঁও ২১এপ্রিল :-আজ সকাল বেলা নগাঁও শহরের হযবরগাঁও হনুমান মন্দিরে একজন লোকের মৃতদেহ উদ্ধার হ ওয়া ঘটনাতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মন্দিরের বারান্দাতে রহস্যজনক ভাবে উদ্ধার হয় লোকজনের মৃতদেহ। মৃতদেহটি হযবরগাঁও শান্তিপুরের বাপী ঘোষ বলেচিনাক্ত করে স্থানীয় লোকে। ঘটনার খবর  পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলীতে হযবরগাঁও পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মরনোত্তর পরীক্ষার‌ জন্য নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসা লয়ে প্রেরন করে।হযবরগাঁও পুলিশে মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্ত আরম্ভ করেছে যদিও ব্যক্তিজনের মৃত্যুর কারণ স্পষ্ট হয় নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.