Header Ads

বিধানসভায় গামছা বিতর্ক জয় হল মৈত্রী ভাবনা ও সম্প্রীতি চিন্তার

নয়া ঠাহর,গুয়াহাটি গতকাল বিধানসভায় এক   বিবৃতিতে বলা হয় বাংলা সাহিত্য  সভা অসমে,র  প্রতিনিধি   সম্মেলনে  যে যুগ্ম গামছা ব্যবহার করা  হয়েছিল সেটি জি আই আইনে পড়েনা  এবং বেআইনি ও নয়। হস্ত তাঁত ও বস্ত্র মন্ত্রী উরখাও    ব্রহ্ম  বলেন   বাংলা সাহিত্য সভা, অসম যে গামছা  ব্যবহার করেছিল তা অসমীয়া গামছা বলে  অভিহিত  করেনি।তারা  বাঙলা  গামছা আর  অসমীয়া গামছা কে জোর লাগিয়ে  সমন্বয়ের প্রতীক হিসেবে ব্যবহার  করেছে।এই ঘটনা এই ঘটনা জি আই আইন লঙ্ঘন বোঝায় না।  এই সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী  এক সংবাদপত্র কে  জানান সত্যের জয় হল,  মৈত্রী ভাবনা ও সমন্বয় চিন্তার জয় হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.