গরীব খনি শ্রমিক। প্রাঞ্জল মরানের মৃতদেহ উদ্ধার করে অসম পুলিশ খুব ভাল কাজ করেছে
নয়া ঠাহর গুয়াহাটি,: গত ৬,জানুয়ারি লিদুর খনিতে কাজ করতে গিয়ে ধসে প্রাণ হারান। বেআইনি খনির মালিক ৫ লাখে র লোভ দেখিয়ে ম্যানেজ করার চেষ্টা করে
পত্নী উর্বশী তিন মাসের শিশু কে গুয়াহাটি পুলিশ দফতরে ধর্না দেন ।পরে ডিজিপি জি পি সিং ব্যাক্তিগত চেষ্টায়v তদন্ত চালান। আই জি পি জিতমল দৈলের সাহায্য নিয়ে তদন্ত চালিয়ে খনির গত্তের মধ্যে পুঁতে থাকে মৃতদেহ উদ্ধার করে দারুন ভালো কাজ করলেন। মৃতদেহ দাহ না করে পুঁতে রাখা হয়।ওখানে ব্যাপক হারে কয়লা সিন্ডিকেট চলে আসছে ,।কয়েকজন কে গ্রেফতার করা হয়েছে। বছরের পর দিব্রু সাইখোয়া লিদু অঞ্চলে রাজনীতিবিদ দের মদতে কোটি কোটি টাকার কয়লা উত্তোলন চলে বলে অভিযোগ। বহু ধরনের অভিযোগ আছে।
শ্রমিক পত্নী ও কয়লা সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছে।
কোন মন্তব্য নেই