আলফা র সঙ্গে কেন্দ্রের চুক্তি হবে মে মাসে
নয়া ঠাহর ,কলকাতা,আলফা নেতারা এমাসেই আলোচনার টেবিলে বসবেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান।আলফার। আলোচনা পন্থী নেতা অনুপ চেটিয়া জানান ভারতীয় সংবিধানের আধারে আলোচনা হবে। বলেন ডাক্তার হীরেন গোহাই প্রস্তাব অনুযায়ী বিধানসভার ৮০শতাংশ আসন অসমিয়াদের জন্যে সংরক্ষণ করা হবে। জানান তাদের সঙ্গে পরেশ বড়ুয়ার ভিন্ন মত আছে ,।
কোন মন্তব্য নেই