কাব্য নীড়ের সাংস্কৃতিক উৎসব হুগলি তে
নয়া ঠাহর প্রতিনিধি : কলকাতা : ভিন্ন স্বাদের অনুষ্ঠানে দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক উৎসব করছে এই সময়ের সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় বাচিক শিল্পী গার্গী পোদ্দারের আবৃত্তির স্কুল - কাব্যনীড়। সোমবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে হবে এই অনুষ্ঠান। পেশায় স্কুল শিক্ষিকা, জনপ্রিয় বাচিক শিল্পী ও সঞ্চালিকা গার্গী জানান, কাব্যনীড় সুস্থ সাংস্কৃতি চর্চার সংস্থা।সাংস্কৃতিক চর্চার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতারও নজির রয়েছে গার্গীর কাব্যনীড়ের।কাব্যনীড়ের কর্নধার গার্গী জানান, সংস্হার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত।
আবৃত্তি গুরু পার্থ মুখোপাধ্যায়, কবি দেবব্রত দত্ত,চন্দন নাথ, নীলাচল চট্টোরাজ, উৎপল কুমার ধারা,মিঠু চক্রবর্তী, অমিতাভ নাথ, সুপর্ণা ঘোষ, রীতি সেন, রুপা নন্দী, সঞ্জয় কুন্ডু, রত্না বসাক সহ আরও বহু বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের সহযোগী বসাক ইন্টেরিয়রের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব বসাক ও রত্ন জ্যোতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পীযুষ নন্দীও থাকবেন অনুষ্ঠানে। সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়তে অনুষ্ঠান
মঞ্চে ছবি আঁকবেন চিত্রশিল্পী মিয়াজ। মিয়াজের আঁকা ছবিটি বিক্রির অর্থ দেওয়া হবে এক ক্যান্সার রোগীকে ।এবার কাব্যনীড় সেরা কণ্ঠ সম্মান ২০২৩ দেওয়া হবে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাচিক শিল্পী অন্তরা দাস কে। কাব্যনীড়ের অনলাইন অফলাইনের সকল ছাত্র ছাত্রী মিলিত হবে এই অনুষ্ঠানে। আবৃত্তি, নৃত্য ও সংগীতের ডালি নিয়ে অনুষ্ঠান মঞ্চ মাতাবেন শিল্পীরা। প্রসঙ্গত, তরুনী আবৃত্তিশিল্পী ও সঞ্চালিকা
গার্গী পোদ্দার ইতিমধ্যেই
সেনকো গোল্ড, টলি সম্মান সহ বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান দক্ষতার সাথে সঞ্চালনা করেছেন । সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় গার্গী।গার্গীর কাব্যনীড়ের আবৃত্তির অফলাইন অনলাইন ক্লাসে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, দিল্লী ও বাংলাদেশের ছাত্র ছাত্রীদের আবৃত্তি প্রশিক্ষন দেওয়া হয়।প্রতি বছর কাব্যনীড় আবৃত্তি, স্বরচিত কবিতা, নাচ, অন্কন ও গান নিয়ে একটি ভারত -বাংলাদেশ অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে । এই প্রতিযোগিতার কৃতিরা সুযোগ পায় কলকাতার বড় মঞ্চে অনুষ্ঠান করার। গতবছর অনুষ্ঠানটি গিরিশ মঞ্চে হয়েছিল বলেও জানান ঝকঝকে বাঙালী তরুনী গার্গী পোদ্দার।
কোন মন্তব্য নেই