প্রধান মন্ত্রী কে সামনে রেখে অসমের ঐতিয্য মণ্ডিত বিহু কে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত, গুয়াহাটি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আগামী কাল অসমীয়া জীবনের শুভ দিন রঙ্গলি বিহু র দিন প্রধান মন্ত্রী র হাত থেকে গিনেস বুক অফ ওরাল্ড রেকর্ডের স্বীকৃতি পত্রর সার্টিফিকেট গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। আজ সরু সোজাই ময়দানে ১১হাজারের বেশি বিহু নৃত্য শিল্পী ও ঢুলিযা শিল্পী তাদের নৃত্য প্রদর্শন করেন।মুখ্যমন্ত্রী সহ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্ম কর্তা রা উপস্থিত থেকে এই নৃত্যুকে রেকর্ড করেন। আগামী কাল প্রধানমন্ত্রী এই সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। আজ গুয়াহাটি জাতীয় উৎসবের আমেজ কাল ও সেই উৎসবের আমেজ থাকবে।প্রধানমন্ত্রী মহানগরে উপস্থিত থাকবেন ।বিহু শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ১৪হাজার কোটি টাকার প্রকল্প পাবে অসম।। প্রধানমন্ত্রী বহু প্রতিক্ষিত এইমস উদ্বোধন করবেন।পলাশবাড়ী সুয়ালকুচি সেতু ,উত্তর পূর্ব রেলের ডাবল লাইন শিবসাগর এর রং ঘর এর সৌন্দয্য বৃদ্ধি সহ ১৪ এপ্রিল ১৪হাজার কোটি টাকার উপহার পাচ্ছে অসম। নতুন বছরে উপহার ।মুখ্যমন্ত্রী বলেন বিহু কে কেন্দ্র করে সারা দেশ অসমের দিকে দৃষ্টি ফেলেছে। কাল প্রধানমন্ত্রী র সভা তে sabke গামছা পড়ার র নির্দেশ দেওয়া হয়েছে। আজ.11,304 জন bihu নৃত্য সামিল হয়ে ছিলেন,দুটি ক্ষেত্রে অসম gi tyag লাভ করে। নৃত্য ও 3000 জন ঢোল বাজানোর ক্ষেত্রে gines বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেল অসম।কাল প্রধানমন্ত্রী এই রেকর্ড এর সার্টিফিকেট তুলে দেবেন. মুখ্যমন্ত্রী র হাতে।বিশ্ব মানচিত্রে স্থান পেলো অসমের bihu। grinij কর্তৃপক্ষ আজ bihu দেখে অভিভূত হোন। মুখ্যমন্ত্রী bihu গাইলেন নাচ লেন।গত বছর অসমের গামছা gi tyag লাভ করেছিল।
কোন মন্তব্য নেই