বাংলায় ঢাকার মত পয়লা বৈশাখ উদযাপন করা হয় না
নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক:অসমে বিহু আজ জাতীয় উৎসব একই মঞ্চে ১১ হাজার বিহু শিল্পী ও ঢোল বাদক গ্রিনিজ বুক অফ ওয়াল্ড রেকর্ড এর কর্মকর্তা দের উপস্থিতিতে শিল্প প্রদর্শন করে বিশ্ব রেকর্ড গড়লেন। অপরদিকে বাংলা ভাষা সংস্কৃতির বৃহৎ দেশ বাংলা দেশে বাঙালী জীবনের জাতীয় উৎসব পয়লা বৈশাখ পালনে মৌল বাদীরা বাধা দিচ্ছে। বাংলাদেশ রমনা ময়দানে ছায়ানটের সংগীতে পয়লা বৈশাখের ভোর হয়। শিল্পীদের সুসজ্জিত মঙ্গল শোভা যাত্রা শহর প্রদর্শন করে।একুশের ভাষা শহীদদের স্মরণ করা হয়। ইউনেস্কো এই ঐতিহাসিক শোভা যাত্রা কে স্বীকৃতি দিয়েছে। বঙ্গের অনেক শহরে মঙ্গল যাত্রা বেরোয়।বাংলা দেশের ভারত বিরোধী চক্র বাংলা ভাষা বিরোধী মৌলবাদীরা এই মঙ্গল যাত্রা কে বাধা দেবার চেষ্টা করেছে।সফল হয়নি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গল যাত্রার পক্ষে দাঁড়িয়েছেন।
কোন মন্তব্য নেই