অসমীয়া মানুষের "মৰম" তাই বার বার অসমে আসতে মন চায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অমল গুপ্ত, গুয়াহাটি: অসমীয়া মানুষের ভালবাসা প্রেম "মৰম' 'তারই টানে বার বার অসমে আসতে মন চায়। আজ গুয়াহাটির উপকণ্ঠে চনসারি তে উত্তর পূর্বের প্রথম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ( এইমস) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভালোবাসা র কথা বলেন। আজ সূচনাতেই মা কামাখ্যা কে স্মরণ করে অসমীয়া ভাষায় রাজয়বাসীকে বিহুৰ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন , স্বাস্থ্য ,শিক্ষা ,যোগাযোগ ব্যবস্থা র ক্ষেত্রে উত্তর পূবাঞ্চল এগিয়ে গিয়েছে। আজ মা শিশুরা আজ ভয় মুক্ত নিরাপদ চিকিৎসার যাবতীয় সুবিধা পাচ্ছেন। গত ২০১৭সালের ২৪মে মাসে প্রধানমন্ত্রী এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।আজ তিনিই উদ্বোধন করলেন। এছাড়া তিনটি মেডিক্যাল কলেজে কোকরাঝড়ে নলবাড়ি, নওগাঁ মেডিক্যাল কলেজের ভার্চুয়াল উদ্বোধন করেন।গুয়াহাটি আই আই টি তে অসম এডভান্স হেলথ কেয়ার ইউনিট, কলক্ষেত্রে গুয়াহাটি হাই কোর্টের প্লাটিনাম জয়ন্তীর এক সভাতে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রী। তিনি চান সারিতে বলেন ২০১৪ সাল থেকে তার সরকার দেশে ১৫টি এইমস গড়েছে। ৯বছরে গড়েএর ফলে দেশে ৯লাখ করে ডাক্তার বেরিয়ে আসবে।বলেন ৩৮কোটি ডিজিটাল আপস তৈরি করা হয়েছে এরফলে স্বাস্থ্যের যাবতীয় খবর সংগ্রহ করা যাবে।আজ প্রধান মন্ত্রী অসম পুলিশের এক আপস এর সূচনা করেন। গুয়াহাটি এইমস এর ৭৫০,টি বেড উন্নতমানের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হল। নাম না করে কংগ্রেস দলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন বিজেপি উন্নয়নের কথা বললে অনেকে বিব্রত বোধ করে। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নে জোয়ার এসেছে মন্তব্য করে প্রধান মন্ত্রী বলেন এখন দেশ কে টি বি রোগ মুক্ত দেশ গোড়া তাদের লক্ষ্য । অসম সহ সারা দেশের জেলা গুলিতে হাসপাতালে বিনা মূল্যে ডায়া লেসিস করার ব্যবস্থা গ্রহণ করেছে ।৯০০০ জন ঔষদি কেন্দ্র খোলা হয়েছে।করোনা কালে দেশের আশা কর্মী থেকে শুরু করে ডাক্তার নার্স সবাই দুর্দান্ত সব কে সাথ সব কে বিকাশ সংকল্প সফল করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের পারি কল্পনা অসমের বিহু কে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া তা সফল হয়েছে
১১হাজার বিহু ও ঢোল বাদক কে একই মঞ্চে নৃত্য প্রদর্শনের সুযোগ নিযে গিনেস বুকে নাম অর্ন্তভুক্ত করার সুবর্ণ সুযোগ লাভ করলেন। অসমীয়া গামছা আগেই গিনেস বুকে অর্ন্তভূক্ত হয়েছে।প্রধানমন্ত্রী আজ সরু সোজাই এ ১১হাজার ৩০৪জন বিহু শিল্পীও ৩০০০ জন্য ঢোল বাদকের অনুষ্ঠান দেখে অভিভূত প্রধান মন্ত্রী। এই প্রোগ্রাম হয়েছিল গতকাল লন্ডন থেকে আসা গিনেস বুকের কর্ম কর্তা দের উপস্থিতিতে। আজ বিশ্ব রেকর্ডের প্রশংসা পত্র প্রধান মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। নতুন বছরে বিহুৰ বড় উপহার আর ১৪হাজার কোটি টাকার প্রকল্পের উপহার রাজ্য বাসী স্বাভাবিক ভাবে খুশি।এদিকে আজ আশু পৃথক ভাবে জাজেস ময়দান বিহু উৎসব পালন করে আশু উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য ৪১জন গুণী মানুষের হাতে পুরস্কার তুলে দেন।
কোন মন্তব্য নেই