Header Ads

কেন্দ্রীয় বাহিনীর চাকরির পরীক্ষা বাংলা অসমীয়া, মানিপুরি সহ ১৩ তি আঞ্চলিক ভাষাতে হবে

নয়া ঠাহর, গুয়াহাটি:এখন থেকে কেন্দ্রীয় বাহিনীতে চাকরির   ক্ষেত্রে হিন্দি ইংরেজি ছাড়াও বাংলা, অসমীয়া,মনিপুরী সহ ১৩টি আঞ্চলিক  ভাষা জানতে হবে।চাকরির  পরীক্ষা তে এইসব  আঞ্চলিক ভাষাতেও হবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্ মন্ত্রক  সূত্র আজ একথা  জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.