Header Ads

, হাতি উপজাতি মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ ,ও সভ্যতা সমৃদ্ধির প্রতীক বললেন রাষ্ট্রপতি দ্রপদি মুর্মু

নয়া ঠাহর,গুয়াহাটি: রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু তিনদিন অসম সফরের  দ্বিতীয় দিনে আজ  কাজিরাঙা তে  গজ মহোৎসব  উদ্বোধন করে  গুয়াহাটি আসেন। গতকাল জীপ সাফারি করেন।  রাতে   কাজিরাঙ্গা তে রাত কাটান। তিনি  বলেন  আমার জীবনে আদিকাল থেকে  হাতির সম্পর্ক আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উৎসবে অংশ গ্রহণ করে বলেন রাজ্যর হাতি মানুষের   সঙ্গে সংঘাত বন্ধে সরকার চেষ্টা করছে  ,৫টি হাতি  সংরক্ষণ স্থান আছে।১২টি হাতি করিডোর আছে। রাষ্ট্রপতি  আজ গুয়াহাটি হাইকোর্ট এর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে ভাষণ দেবেন।রাজ্যপাল  জি সি  কাটা রিয়া ও উৎসবে যোগ দেন। আজ অসম বিধানসভার  প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী  কাল  ডিব্রু গার আসবেন।বিহু উৎসবে ১২,হাজার বিহু শিল্পীর উপস্থিতিতে প্রধান মন্ত্রীও উপস্থিত থাকবেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.