আন্তঃ রাষ্ট্রীয় ভারতীয় নৃত্য উৎসবের আয়োজন। আন্তঃ রাষ্ট্রীয় ভারতীয় নৃত্য উৎসবের চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। বেসরকারি সংস্থা প্রজেকশেল ফাউন্ডেশন আর হেলপিং হ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন যুগ্ম সহযোগিতাতে আগামী ২৯ ও ৩০ শে এপ্রিল দুদিনের এই নৃত্য উৎসব জেলা গ্রন্থাগারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে । ।এতে বাংলাদেশের শিল্পীরা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা অংশগ্রহণ করবে ।উল্লেখ্য যে প্রজেকশেল ফাউন্ডেশনের ফাউন্ডার, ডাইরেক্টর সীমা পুরকায়স্থায় রায় জানিয়েছেন যে আগামী ৩০ এপ্রিল বিখ্যাত মনিপুরী নৃত্যশিল্পী স্বর্গীয় গুরু সত্যজিৎ সিনহার স্মৃতিতে সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পীদের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
আন্তঃ রাষ্ট্রীয় ভারতীয় নৃত্য উৎসবের আয়োজন।
Debjani। patikor। :আন্তঃ রাষ্ট্রীয় ভারতীয় নৃত্য উৎসবের চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। বেসরকারি সংস্থা প্রজেকশেল ফাউন্ডেশন আর হেলপিং হ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন যুগ্ম সহযোগিতাতে আগামী ২৯ ও ৩০ শে এপ্রিল দুদিনের এই নৃত্য উৎসব জেলা গ্রন্থাগারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে । ।এতে বাংলাদেশের শিল্পীরা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা অংশগ্রহণ করবে ।
উল্লেখ্য যে প্রজেকশেল ফাউন্ডেশনের ফাউন্ডার, ডাইরেক্টর সীমা পুরকায়স্থায় রায় জানিয়েছেন যে আগামী ৩০ এপ্রিল বিখ্যাত মনিপুরী নৃত্যশিল্পী স্বর্গীয় গুরু সত্যজিৎ সিনহার স্মৃতিতে সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পীদের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
কোন মন্তব্য নেই