Header Ads

জাল নোটের ব্যবসা পুলিশ আটক

,নগাঁওতে জাল নোট সহ অবসরপ্রাপ্ত পুলিশ জোয়ান আটক।
সুনীল রায় নগাঁও ১৭এপ্রিল :- নগাঁও শহরের কাছে বরভেটিতে জাল নোট সহ একজন অবসরপ্রাপ্ত পুলিশ জোয়ান কে জল নোট সহ পুলিশের জালে পরার ঘটনাতে নগাঁওতে চাঞ্চল্যের সৃষ্টি করার সাথে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।জেলাটি তে আব্দুল আলী নামের অবসরপ্রাপ্ত পুলিশ জোয়ান জনে দীর্ঘ দিন ধরে বরভেটি অঞ্চলের বিভিন্ন বিপনির হতে জাল নোট দিয়ে বস্ত ক্রয় করে এসেছিল।এই বিষয়ে ব্যবসায়ী সকলের সন্দেহ হ ওয়া তে আজ সকালে অবসরপ্রাপ্ত পুলিশ জোয়ান আব্দুল আলী য়ে জাল নোট দিয়ে সামগ্ৰী ক্রয় করতে আসার সময়ে ব্যবসায়ী স্থানীয় লোকে জোয়ান জনকে হাতে লাটে করায়ত্ত করে।একে কেন্দ্র করে বরভেটির অঞ্চলে উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হযবরগাঁও পুলিশ ফাঁড়ির  পুলিশে ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার সাথে আব্দুল আলীকে আটক করে থানাতে নিয়ে আসে। পুলিশে আব্দুল আলীর কাছ থেকে বৃহৎ পরিমাণের জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়।জেলেটির ধিঙের সোনারী গাঁত্তের  আব্দুল আলী নামের অবসরপ্রাপ্ত জোয়ান জনে বরভেটি অঞ্চলে থেকে জাল নোটের কারবার  করে এসেছিল।জানতে পারা মতে আব্দুল আলী ১৬ এ পি বি এনর অবসর প্রাপ্ত হাবিলদার। পুলিশের জালে পরা অবসরপ্রাপ্ত পুলিশ জোয়ান আব্দুল আলী কে অধিক তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে আব্দুল আলী দীর্ঘ দিন ধরে জাল নোটের সরবরাহের সাথে  জরিত হয়ে আছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.