Header Ads

বিশিষ্ট সাংবাদিক পি পি সিং মারা গেলেন

নয়া ঠাহর, গুয়াহাটি অসমের  মানবতাবাদী  সাংবাদিক  পি পি  সিং  মারা গেলেন. তার মৃত্যুতে  রাজ্যে  সাংবাদিক  জগতের  শূন্যতার  সৃষ্টি হোল. করোনা কালে  তার অবদান ছিল মনে রাখার মত.  মানুষের  যে কোনও   সমস্যা  তিনি   এগিয়ে  যেতেন. পাঞ্জাবী  ঘরানার  হলেও  এখানকার   নাগা উপজাতি  ঘরানার  সঙ্গে   পারিবারিক  সম্পর্ক  গড়ে তুলেছিলেন.  তার মৃত্যুতে   সবাই শোক প্রকাশ  করেছেন। বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর গোষ্ঠীর পক্ষ থেকে শোক ব্যক্ত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.