""দরিদ্র মানুষ জামিনের টাকা জোগাড় করতে না পেরে বিনা দোষে জেল খাটে আইনের সাহায্য পায় না""
অমল গুপ্ত, গুয়াহাটি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের জাতীয় উৎসব বিহুৰ সময় অসম সফরে এসে ১৪হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা ছাড়াও এক গুচ্ছ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গুয়াহাটি হাই কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলা ক্ষেত্রে আইনজীবিদের এক অনুষ্ঠানে দেশের বর্তমান আইন ব্যবস্থার সামালোচনা করে ব্রিটিশ আমলের আইন গুলি আজও কেন আছে সেই নিয়ে প্রশ্ন তোলেন।বলেন তারা ২০০০আইন বাতিল করেছেন। বলেন জমি বাড়ি কেনাবেচা মামলার পাহাড় জমেছে। গরিব মানুষ বিচারের আশা নিয়ে জেলে কাটায় জামিনের টাকা জোগাড় করতে না পেরে জেলেই পচে কোনো সুরাহা হয়না। দেশের আইন মন্ত্রী কিরণ রিজিজু সহ বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এই জরুরি কথাগুলি বলেন। প্রধানমন্ত্রী বলেন জেলে থাকা গরিব কয়েদি দের কথা আদালত ভাবে না। প্রধানমন্ত্রী বলেন অসমের হাই কোর্টের এক সোনালী ইতিহাস আছে।উত্তর পূবসঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ত
।
কোন মন্তব্য নেই