করোনা সংক্রমণ বেড়েই চলেছে, কলকাতায় এক বৃদ্ধের মৃত্যু
নয়া ঠাহর গুয়াহাটি: গত তিন মাস থেকে করোনা সংক্রমণ বেড়েছে। কেরেলা ,দিল্লি ,উত্তর ভারত, কেন্দ্রীয় সরকার সতর্ক বার্তা দিয়েছে।কলকাতার Rijent পার্ক এলাকার বাসিন্দা vaskor দাস করোনা রোগে মারা যান. ।তিনি উত্তর বঙ্গে বেড়াতে গিয়েছিলেন 75 বছরের এই বৃদ্ধ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন আগামী 8,10 দিন সংক্রমণ বাড়বে তারপর ধাপে কমবে. ।
কোন মন্তব্য নেই