Header Ads

মাথার খুলি নিয়ে কান্দিতে গাজন উৎসব

নয়া ঠাহর, কলকাতা: মুর্শিদাবাদ জেলার কান্দি  শহরে পরম্পরা গত  রুদ্রদেব মন্দির থেকে  রুদ্র দেবের মূর্তি কে  হোম তলায় নিয়ে যাওয়া হয়। ভোরের আলো ফোটার আগে  শয়ে শয়ে   ভক্ত আবির মেখে  গলায়  কাঠ করবি ফুলের মালা পড়েন।  কান্দি রূপপুর রুদ্র দেবের মন্দিরের  নামে  এক মাস ধরে উপবাস করার ভক্তরা  মৃতদেহের বদলে মানুষের খুলি নিয়ে উদ্দ্যম নেচে নেচে কান্দি হোমতালা তে যান। সেই পথেই পালকি চড়ে রুদ্র দেব যান। বিশাল বট বৃক্ষের তলায় এক  মন্দিরে একদিনের  জন্য রুদ্রদেব কে রাখা হয় । সেই জায়গায়  মেলা বসে, পথে যেতে রুদ্রদেব  বিশ্রাম নেন এক বট বৃক্ষের তলায়। যা বিশ্রাম তলা বলে পরিচিত।    ,। , গলায় কাঠ  করবি ফুলের মালা লাল, আবির  মাখা ভক্ত দের দেখে এএক  শিহরণ জাগানো  দৃশ্য গাজন উৎসব কে কেন্দ্র করে সৃষ্টি হয়।   মুর্শিদাবাদ জেলায় অন্যতম উৎসব। (ছবি  :সুভাষ  মণ্ডল  ,কান্দি )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.