Header Ads

বাংলার সরকারি কর্মচারীদের ডি এ মামলা পিছিয়ে গেল

নয়া ঠাহর  কলকাতা বাঙলার  সরকারি  কর্মচারীদের  ডি  এ মামলা  পিছিয়ে  গেল.সুপ্রিম  কোর্টে  এই মামলা  24 এপ্রিল   পর্যন্ত  পিছিয়ে  গেল..। তৃণমূল  সরকার  প্রায় 10 লাখ  সরকারি  কর্মচারী  ও শিক্ষকদের   সংগঠন  সংগ্রামী  যৌথ মঞ্চ  বকেয়া   ডি এ র  দাবিতে  আদালতের দ্বারস্থ  হয়েছিল.।.সুপ্রীম  কোর্টে  মামলা   চলছিল  বিচারপতি রা অন্য  কাজে ব্যাস্ত  আছেন  এই  অজুহাতে  মামলা  24april পর্যন্ত  পিছিয়ে যায়  তৃণমূল  সরকার  স্বস্তির  নিশ্বাস ফেলে।  সংগ্রামী  মঞ্চ  হতাশ।প্রতিবেশী  গরিব রাজ্যে  সরকারী  কর্মচারীদের  কেন্দ্রীয় হারে  ডি এ দেওয়া হচ্ছে. ।মমতা  সরকার  পারছে না. ।মমতা  সরকার   পঞ্চায়েত  নির্বাচনে র আগে   কর্মচারীদের  খুশি  করতে  পারলো  না । ভোট  বিরূপ   প্রভাব  পড়বে। পশ্চিমবঙ্গ  এ ডি এ  আন্দোলনের  পথিক   ভি ঘোষ । শিক্ষক সমাজে  তার অবদান  কম নয়।

।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.