প্রধানমন্ত্রী তিনটি মেডিক্যাল কলেজ সহ এইমস উদ্বোধন করতে ১৪এপ্রিল গুয়াহাটি আসবেন
নয়া ঠাহর গুয়াহাটি: প্রধানমন্ত্রী অসমের পরম্পরা গত বিহু উৎসব কে বিশ্ব দরবারে পৌছিয়ে দেবার লক্ষ নিয়ে অসমে আসছেন। মূখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান বিহু কে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডএ নাম অর্ন্তভুক্ত করার জন্যে ১০হাজারের বেশি বিহু শিল্পী অংশ গ্রহন করবেন। উত্তর পূর্বাঞ্চলের প্রথম এইমস উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন। এছাড়াও তিনটি মেডিক্যাল কলেজ আই আই টি তে সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কোন মন্তব্য নেই