প্রধানমন্ত্রীর রোজকার মেলা 71 হাজারকে চাকরি
নয়া ঠাহৰ, গুয়াহাটি:প্রধানমন্ত্রী দেশ জুড়ে রোজকার মেলা পেতে ছিলেন।71 হাজার যুবক কে আজ চাকরি দেওয়া হয়।অসমের ২০০ বেশি যুবক যুবতীর হাতে নিয়োগ পত্র তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনওয়াল। আজ মালিগাঁও এক অনুষ্ঠানে এই মেলার আয়োজন করা হয়েছিল। রাজ্যে সরু সোজাই স্টেডিয়ামে ১০হাজার বিহু শিল্পী নৃত্য প্রদর্শন করে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করলেন।সেখানে মঞ্চে একবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল কে দেখা গেল না।
কোন মন্তব্য নেই