4030 টি শাখা প্রশাখা নিয়ে 2 হেক্টর জমিতে 350 বছর ধরে দাঁড়িয়ে আছে বিশাল বট গাছ
অমল গুপ্ত ,কলকাতা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিব পুরে গ্রীনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর স্বীকৃতি প্রাপ্ত বিশাল বট গাছ সাড়ে তিনশো বছর থেকে ঝড় ঝাপটা মোকা বিলা করে দাঁড়িয়ে আছে। এক ছোট খাট জঙ্গলের সৃষ্টি করেছে।গত 26 এপ্রিল সেখানে গিয়ে দেখা গেল কেরল বা দক্ষিণ ভারতের শয়ে শয়ে মানুষ প্রায় প্রতিদিন বাস ভর্তি করে এসে বিশাল গাছটিকে একবার চোখে দেখে ভক্তি সহকারে প্রণাম করে ফিরে যাচ্ছে। এর পিছনে কোনো অন্ধ ভক্তি সংস্কার বলে মনে হল। বিগত দিনে ঝড় তুফানে হাজার চারেক গাছ ভেঙে পড়ে ছিল।প্রধান বট গাছটি প্রধান শাখা ক্ষতিগ্রস্থ হয়। শাখা প্রশাখা বিস্তার করে বেড়েই চলেছে। কেয়া, কাজু, রুদ্রাষ্ম, নতুন প্রজাতির বাঁশ, লামপাতিয়া ,জারুল ,লেবু, আম ,লিচু ,সফেদা গোলাপ বাগান নানা অজানা গাছে ভরা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীন জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন । ঠিক মত পরিচর্যার অভাব আছে। জীবিত গাছের মধ্যে মৃত গাছের খন্ড পড়ে ,কাটা গাছ পড়ে আছে। তাতে মন খারাপ হয়।সবুজ মন আর সবুজ থাকে না।
কোন মন্তব্য নেই