তেজপুরে ব্রহ্মপুত্র সেতু থেকে যুবকের আত্মহত্যা
তেজপুর ব্রহ্মপুত্র সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার , শোণিতপুর 12 ফেব্রুয়ারী: আজকাল আত্মহত্যার মত ঘটনা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে তেজপুরের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত নতুন সেতুতে একটি ইগনিস গাড়ি থামে এবং সেখান থেকে এক যুবক বেরিয়ে এসে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পরপরই গাড়িতে বসে থাকা আরেক যুবক ঘটনাটি স্থানীয় বারঘাট থানায় জানায়। তথ্য অনুযায়ী, আত্মহত্যাকারী যুবকের নাম নিহাল কাকোতি এবং সে লখিমপুর জেলার নারায়ণপুরের বাসিন্দা। গাড়িতে উপস্থিত নিহালের বন্ধুরা এই আত্মহত্যার বিষয়ে কিছুই জানে না, বরং এই ঘটনার পর তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এনডিআরএফ দল ব্রহ্মপুত্র নদীতে যুবকের খোঁজ করছে যদিও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই