Header Ads

ত্রিপুরাতে ঠাকুর অনুকূল চন্দ্রের সমর্থন আদায়ের জন্যে তৃণমূলের অনুকূল ক্যান্টিন

নয়া ঠাহর ,আগরতলা :তৃণমূল কংগ্রেস তাদের   ইস্তাহারে অনুকূল চন্দ্রের নামে  সুলভ মূল্যর ক্যান্টিন  চালুর  সিদ্ধান্ত ঘোষণা করেছে। ত্রিপুরা বিজেপি সরকার তো ঠাকুরের সমর্থকদের  দেওঘর নিয়ে যাওয়ার জন্য আস্ত এক ট্রেন চালু করেছে।এবার অনুকূল চন্দ্রের লাখ লাখ  ভক্তর কথা মাথায় রেখার অনুকূল ক্যান্টিন চালু  করবে। তৃণমূল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.