তুরস্ক র সিরিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে ভারতের ত্রাণ পাঠাতে পাকিস্থান বাধা দিচ্ছে, মৃত্যু ৫০হাজার
নয়া ঠাহর, রা জধানী এক্সপ্রেস থেকে:: তুরস্ক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে র বিপর্যয় মোকাবিলার এক বিশাল টিম ওই দেশে পাঠিয়েছে। অস্থায়ী হাসপাতাল গড়তে চাইছে ।কিন্তু শেষ খবর পাকিস্থান তাদের দেশের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না ভারতকে। বহু ত্রাণ সামগ্রী পাঠানো যাচ্ছে না। উত্তরা খন্ডের জোশী মঠের ভূমিধস অসমকেও ভয় ধরিয়ে দিয়েছে। অসমের বৃহৎ এলাকা ভূমি কম্প প্রবন । গুয়াহাটি সহ রাজ্যে যে হারে বড় বড় প্রাসাদ গড়ে উঠছে ।সবুজ পাহাড় দখল করা হচ্ছে সাধারণ মানুষের সাজাগতা সচেতনতার অভাব যদি ভূমি কম্প হয় তবে সরকার নয় আম জনতা দায়ী থাকবে।মৃত্যু ৫০হাজার ছাড়িয়ে গেছে।১২০ দিন পরেও ধংস স্তুপ থেকে ২ মাসের এক শিশু কে জীবন্ত অবস্থা তে উদ্ধার করা হয়েছে।ভাগ্যমান শিশু টিকে নেবার জন্যে বিশ্বে সাড়া পড়ে গাছে । ভারতের ডগ স্কোয়াড ভাল কাজ করছে গন্ধ সুখে মৃত দেহ উদ্ধার করেছে।
কোন মন্তব্য নেই