১৪ফেব্রুয়ারি প্রেম দিবসে মানুষ নয় গরুকে আলিঙ্গন করে প্রেম নিবেদন করার অবাস্তব আহ্বান
নয়া ঠাহর,গুয়াহাটি: বিজেপি মহল থেকে এই আজগুবি ফরমান নিয়ে তোলপাড় রাজনীতি।পশ্চিম বঙ্গের বিজেপি নেতার এই আহ্বান পরে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ১৪ফেব্রুয়ারির মত প্রেম দিবসকে কলুষিত করতে গরুকে আলিঙ্গন করার অবাস্তব দাবি তোলা হয়েছে।
কোন মন্তব্য নেই