বড় ভুমি কম্পের আশংখা ভারতেও
নয়া ঠাহর, গুয়াহাটি: তুরস্ক সিরিয়ার পর জোশী মঠ এই সব ঘটনা ভাবিয়ে তুলেছে ভু বিজ্ঞানীদের কানপুর আই আই টির ভু বিজ্ঞানী জাভেদ মালিক বলেছেন ৭,৫রিখটার স্কেলে ভারতের কিছু অঞ্চলে ভূমি কম্প হতে পারে।এই ভূমিকম্পের উৎস হতে পারে হিমালয় পর্বত প্রাচীর ও তার পাদদেশে। আন্দামান উত্তরা খন্ড , কানপুর, বারাণসী, উত্তর পূর্বাঞ্চল এমন কি গুয়াহাটির কথাও বলা হয়েছে। সবকে সতর্ক সাবধান থাকতে বলা হয়েছে। নজরদারি বাড়াতে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই