ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা পুজো দিলেন ,পান সাজলেন
নয়া ঠাহর ,দিল্লি:পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক দোকানে ঢুকে পান ও সাজলেন। আজ মঙ্গল বার তিনি রোড শো করার পর নির্বাচনী সভাতে ভাষণ দেবেন।ত্রিপুরা বিমান বন্দর থেকে যাবার পথে বহুবার মানুষ গাড়ি আটকিয়ে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনে র প্রাক কালে মূখ্য মন্ত্রী মমতার এই জোরদার প্রচার খাতা খুলতে সাহার্য্য করবে।রাধা গোবিন্দের দোকানে ঢুকে সিংড়া ও বানান বলে খবর এসেছে।
কোন মন্তব্য নেই