গোয়াল পাড়ার মাটিযাতে ডিটেনশন ক্যাম্পে রাতের আঁধারে ৬৮জন কে বন্দি করে আনা হয়
অমল গুপ্ত ,দিল্লি :অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়াতে নতুন করে ৬৮জন সন্দেহ জনক বাঙালী নাগরিক কে রাতের আঁধারে বন্দি করার চাঞ্চল্যকর খবর সংবাদপত্র প্রকাশ পেয়েছে। এখন ডিটেনশন ক্যাম্পের বদলে ট্রানজিট ক্যাম্প বলা হয়।। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের মাটিতে দাঁড়িয়ে গত নির্বাচনের আগে অসমের সব ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। কিন্তু অসমের ডি ভোটার আর বিদেশী ভোটার সমস্যা অর্ন্তহীন সমস্যা সমাধানের সদিচ্ছা রাজনৌতিক নেতাদের নেই। অসমের এক কোটি র বেশি বাংলাভাষী হিন্দু মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপি, কংগ্রেস সহ সব রাজনৈতিক দল নির্বাচনের আগে "লুড খেলা" শুরু করে।এর মধ্যে তৃণমূল কংগ্রেস "খেলা হবে" সাম্প্রদায়িক খেলা শুরু করেছে। প্রায় ৭০ লাখ বাঙালি হিন্দুরা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখে। হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আমলে বাঙালি দের হেনস্থার মুখে পড়তে হয়েছে। এন আর সি থেকে নাম কাটা পড়া ১৯লাখের মধ্যে প্রায় অধিকাংশ বাঙালি যারা স্বাধীনতার বহু আগে অসমে এসেছে।অসমীয়া ভাষা সংস্কৃতির সঙ্গে মিলে মিশে গেছে অসমের সার্বিক উন্নয়নে সামিল হয়েছে ।আজ ৭৫বছর স্বাধীনতা র পরেও রাস্তার কুকুরের মত ব্যবহার করা হচ্ছে। সামনেই নির্বাচনে এই লোকগুলোকে নানা প্রলোভনের ফাঁসে ফেলে ভোট আদায় করা হবে।ভোট ফুরলেই যে তিমিরে ছিল তাই থাকবে কোনো উন্নতি হবে না।বাংলাদেশে বাঙালি হিন্দুরা মার খাচ্ছে ,এই স্বাধীন দেশের ভারতের মাটিতেও মার খাচ্ছে।তারা যাবে কোথায়? গবেষণাগারের গিনিপিক হয়ে বাঙালি দের থাকতে হবে ? রাজনৌতিক দল গুলো এই জনগোষ্ঠীকে নানা ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে আর রাজনৈতিক মুনাফা লুটবে।স্বাধীন দেশে সাংবিধানিক অধিকার নয় কারা প্রাচীরের অন্ধকারে জীবন অতিবাহিত করা ছাড়া গতি নেই,অভিভাবকহীন অনাথ বাঙালি হিন্দুদের।
কোন মন্তব্য নেই