ব্যাঙ্গালোরে মনিপাল হাসপাতালে "নয়া ঠাহর "এর সম্পাদক অমল গুপ্তের অপেরাশন হল
নয়া দিল্লি, নয়া ঠাহর : উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর এর সম্পাদক অমল গুপ্তের প্রোস্টেট গ্ল্যান্ডের এবং ইউরিন সমস্যা নিয়ে দুটি অপারেশন হয় গত ২৮ জানুয়ারি ব্যাঙ্গালোরের মানিপাল হাসপাতালে থেকে ছাড়া পায় ৩০ জানুয়ারি ডাক্তার চেতন জে ভি এই অপারেশন করেন
এই অপেরাশন করতে দেড় ঘন্টা সময় লাগে প্রায় তিন ঘন্টা শরীরের নিচের অংশকে অবশ করে রাখা হয়। কোন সেন্স ছিল না। দুর্ভাগ্য যে অমল গুপ্তের কোনো attendand ছিল না। কান্দির ভ্রাতৃ প্রতিম বন্ধু সুভাষ মন্ডলের বন্ধু শুকুর মণ্ডল পাশে ছিলেন এবং তিনিই সব সই সাবুদ করেন। সব সময় পাশে ছিলেন ধর্মের কোনো বাঁধন ছিল না। তার সাহায্য ছাড়া পারতাম না। ব্যাঙ্গালোর কাঠ গুড্ডি এলাকার কৃষ্ণ মন্দির পথে সদা সাই গেস্ট হাউসে ছিলাম ওই হোটেলে প্রায় ১০০শতাংশ বাংলাদেশের নাগরিক । ব্যাঙ্গালোর থেকে ১ ফেব্রুয়ারি ভাই অরূপের কাছে বিমানে দিল্লি চলে আসি। দিল্লি গুরুগ্রাম রামসন রিটিজ ৯৫ সোসাইটির জি ফ্ল্যাটে অরূপ গুপ্তের । সেবা যত্ন করে অনেকটা সুস্থ করেছে।শনিবার দিল্লি নতুন পার্লামেন্টে ভবন নেতাজী মূর্তি দেখে নতুন অসম হাউসে অফিসার সাবির বাবুকে পেলাম ওখানে অসমীয়া প্লেটে ভাত খেলাম কর্ণাটকের রাজধানী বঙ্গালুরের ভাত্তুর রোডের মনিপাল হাসপাতালের দেশের ১৫টি শহুরে ২৭টি শাখা, চার হাজার ডাক্তার ৭ হাজার ৬০০ টিবেড আছে বছরে ৪৫ লাখ রুগীর চিকিৎসা হয় বলে দাবি করা হয়েছে। এই চিকিৎসা ছাড়াও দুই পায়ের হাঁটুতে ট্রাইকোর্ট ৪০ এম জি নামে দুটো ইনজেকশন নেওয়া হয়েছে। ডাক্তার জানালেন, অপেরাশন ছাড়া গতি নেই এই ইনজেকশনের মেয়াদ তিন মাস থেকে ৬মাস। এর পরেও ',সুস্থ' আছি মা কামখ্যার শহরে ফিরে যাব বুধবার রাজধানীতে ।
কোন মন্তব্য নেই