আট বছরেও সঞ্জিত দাসের হত্যার কিনারা হল না
আট বছরেও সন্ধান বের করতে পারলোনা কচুয়ার সঞ্জিত দাসের হত্যাকারীর।
তেতেলীয়ার রেল লাইনে ফেলিয়ে রেখে গিয়েছিল মৃতদেহ।
ন্যায় খুঁজে হাবাথুরি দুর্ভগীয়া পরিয়ালটি।
সুনীল রায় নগাঁও ১০ ফেব্রুয়ারী:-একবছর দুই বছর না সুদীর্ঘ আট বছরে ও সন্ধান বের হলোনা নগাঁও জেলার কচুয়ার চরাইজারণীর সঞ্জিত দাসের হত্যাকারীর।২০১৫ সনের ১৬ আগষ্টে ষ্টার সিমেন্ট কোম্পানীতে কর্মরত হয়ে থাকা বিবাহিত যুবকজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল তেতেলীয়া রেল ষ্টেসনের কাছে রেল লাইনে।সঞ্জিত দাসকে কোনো অজ্ঞাত দুর্বৃত্তে ধারালো অস্ররে হত্যা করে রেল লাইনে মৃতদেহ ফেলিয়ে রেখে যাওয়ার সন্দেহ ঘনীভূত হয়েছিল পরিয়ালের।কারন মৃতদেহ উদ্ধারের সময়ে শরীরে ছিল আঘাতের চিহ্ন। সেইজন্য তার সহযোগী জনৈক কানু দাসের উপর সন্দেহ করে সঞ্জিত দাসের পরিযালে জাগীরোডের রেলযে পুলিশ ফাঁড়িতে দাখিল করেছিল এজাহার । কিন্তু রহস্যজনক ভাবে তদন্ত স্থবির হয়ে পরাতে সঞ্জিত দাসের ভাতৃ গোপাল দাসে গুযাহাটী উচ্চ ন্যায়ালয়ে ২০১৬ সনে একটি রীট আবেদন দাখিল করে।উচ্চন্যায়ালয়ে আবেদনের বিষয়টি অধ্যায়ন করে পুলিশ মহলে তদন্তকারী বিষয়টি অধ্যাযন করে পুলিশ মহলে তদন্তকারী বিষয়া সকলকে ভালভাবে অনুসন্ধান করতে নির্দেশনা প্রদান করে। কিন্তু চরম পরিতাপের বিষয় যে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পর ও ন্যায় লাভের ক্ষেত্রে দুর্ভগীয়া পরিবারটিকে সহায় করলোনা ঘটনার তদন্ত কারী পুলিশ বিষয়া।যারজন্যৎআজ ও ন্যায় লাভের আশাতে বন্দী হয়ে থাকা দুর্ভগীয়া পরিয়ালটি।এই ধরনের অভিযোগ উত্থাপন করে কাছ চেপেছে সংবাদ মাধ্যমের কাছে। মূখ্যমন্ত্রী কে জানিয়েছে কাতর আহ্বান।
কোন মন্তব্য নেই