বিজেপির দক্ষিণ্যে সব দিক থেকে বঞ্চিত বাঙালি হিন্দুরা নিজেদের হিন্দু বলে গর্ব করে কেন প্রশ্ন মহানন্দ সরকার দত্তের
মহানন্দ সরকার দত্ত, অসমে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে শোণিতপুরে উচ্ছেদ করা বাঙালি হিন্দুদের কোন পুনর্বাসনের ব্যবস্থা করা হল না। লামডিং রেল শহরে বছর বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করা দোকানদারদের মাথায় অতিরিক্ত ভাড়া চাপিয়ে বন্ধ করে দেওয়া হল। ডিফুতে ৩০০ মিটার জায়গা খালি করার নামে বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে। বিজেপি আমলে সব ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বাঙালিদের। হিন্দুরা নিজস্ব ভাষা-সংস্কৃতি, হাজার হাজার দেব-দেবীর পূজার্চনা করে বেঁচে আছে। তারা নিজেদের হিন্দু বলে গর্ব করার যুক্তি আছে কিনা যেখানে দেশে হিন্দুদের জীবন সম্পত্তির নিরাপত্তা নেই। বাংলাদেশে তেলেগুভাষী হিন্দুদের উপর তীব্র নিন্দা করেন সারা অসম বেঙ্গালী যুব ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মহানন্দ সরকার দত্ত।
কোন মন্তব্য নেই