লখনোর গোমতী নদীর কিনারা থেকে এসে প্রধান মন্ত্রী ত্রিপুরার গো মতি জেলাতে ভাষণ দিয়ে বলেন আবার বিজেপি ক্ষমতায় আসবে
অমল গুপ্ত ,গুয়াহাটি: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আজ ত্রিপুরা ও উদয় পুরে দুটি জনসভায় দাবি করেন আবার বিজেপি ক্ষমতায় আসবে। তিনি সোনা নয় হীরা প্রতিসূর্তি দেন বলেন বামপন্থী ও কংগ্রেস কে দুই দিকে ধার থাকা তরোয়াল বলে উল্লেখ করে বলেন এই দল সম্পর্কে সাবধান থাকতে হবে।আজ ত্রিপুরা বাংলাদেশকে বিদ্যুত দিচ্ছে ২০২৪সালে ঘরে ঘরে বিদ্যুত দেবে বিনা পয়সা। বলেন বাম রাজ্যে গরিবের রেশন লুট করত। ত্রিপুরায় ১৬ফেব্রুয়ারি বিধানসভায় নির্বাচন। বলেন ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর উন্নতি তেজি হয়েছে।প্রধান মন্ত্রী বলেন কংগ্রেস সি পি এম গরিব কে আরো গরিব করেছে।এই দুই পার্টি ঈমানদার নয়।ত্রিপুরার উপজাতি জন গোষ্ঠীর সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। মহিলারা আজ সুরক্ষিত শান্তি এসেছে। নির্বাচনের আগে প্রতি ঘরে গিয়ে বলুন আপনাদের ঘরে মোদি এসেছেন আশির্বাদ জানাতে সেই আশির্বাদ আমাকে পুনরায় প্রধান মন্ত্রী হতে সাহায্য করবে।
কোন মন্তব্য নেই