Header Ads

দেশে ২০৪৭সালের পর রক্তাল্পতা থাকবে না?

অমল গুপ্ত, দিল্লি:  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বাজেটের আগে  আশা করছেন দেশে যেন দারিদ্রতা  না থাকে।বাজেট পেশ করে দেশের স্বাস্থ্য চিত্র তুলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লক্ষ মাত্রা তুলে বলেছেন ২০৪৭সালের পর রক্ত শূন্যতা থাকবে না। রাষ্ট্রপতির আশাকেই বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। তিনি  লোকসভা নির্বাচনের আগে শেষ   বাজেটে দেশের মধ্যবিত্ত শ্রেণীর  কথা মাথায় বার্ষিক ৭লাখ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের  আয়কর মুকুম করে  দিয়েছেন গত বাজেটে এই সীমা ছিল ৫লক্ষ টাকা।শুন্য থেকে ৩লাখ টাকা পর্যন্ত মানুষকে কিছুই দিতে হবে না।   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছেন যেখানে মুদ্রাস্ফীতির হার বেড়েই চলেছে সেখানে কর হ্রাস করে মানুষের সেবা করা যায় না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর৫৪বছর জন্মদিনের  প্রাক কালে বাজেটের সুখ্যাতি করে বলেছেন এই বাজেট সাধারণ মানুষ উপকৃত হবেন। আজ গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর ভাগ্নেদের ভীড়, গভীর রাত থেকে কেক কাটা চলছে। এই বাজেটে মোবাইল ইন্টারনেট সহ কিছু সামগ্রীর দাম  কমানো হয়েছে। সামনে নির্বাচন খুব সাবধানে বাজেট পেশ করেছেন লাল রঙের হ্যামলুম শাড়ি পড়া নির্মলা সীতারমন।অসম রাজ্যিক ব্যবসায়ী সমিতির সম্পাদক  প্রাণ তোষ রায় অভিযোগ করেছেন দেশের ৫কোটি ক্ষুদ্র ব্যবসায়ী কে সুবিধা দেওয়া হয়নি এই বাজেটে। জিএসটি লাগু হওয়াতে প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিন জন করে কর্মচারীর প্রয়োজন  তাদের দাবি পূরণ করেননি সীতারমন।এই বাজেটে অসমকে ৬৪০০কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ।মাসে মাসে অসম অতিরিক্ত ৫০০কোটি টাকা করে পাবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছাস প্রকাশ করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.