নওগাঁ ভোগে স্বরি ফুকননি অসামরিক হাসপাতাল বিভাগ স্থানান্তরের প্রতিবাদ
নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসা লয়ে গুরুত্বপূর্ণ বিভাগ স্থানান্তরের প্রতিবাদ#
সুনীল রায় নগাঁও ২ফেব্রুযারী:-আজ নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ স্থানান্তরের বিরুদ্ধে জনগণে প্রতিবাদ সাব্যস্ত করে।অন্য জেলার মত নগাঁওতে সিভিল হসপিটাল বর্তাই রাখা, যাতায়াতের সুবিধার্থে আমাদের নগাঁও শহরের সিভিল হস্পিপিটালের হতে বঞ্চিত করবেনা,আওহতীয়া অঞ্চলে নগাঁও সিভিল হস্পিটাল স্থানান্তর করবেনা,এই ধরনের শ্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করে তুলে।প্রতিবাদকারী জনগনে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসা লয়ের গুরুত্বপূর্ণ বিভাগ সমূহ স্থানান্তর করে ভারতের স্বাধীনতা আন্দোলনের শ্বহীদ জনকে অপমান করা বলে মন্তব্য করে।জনগনে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসা লয়ের গুরুত্বপূর্ণ বিভাগ স্থানান্তরের বিষয়টি মূখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছে। তাৎপর্যপূর্ণ যে নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয়টি নগাঁও নলতলি পথের মহখুলিতে স্থাপন করা হয়েছে।সেই স্থানে নগাঁও জেলার দক্ষিণ -পশ্চিম, উত্তর-পশ্চিম অঞ্চল হতে বহুদূর।এর পরিবর্তে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়টি নগাঁও শহরের মধ্যপ্রান্তে অবস্থিত। চিকিৎসালয়টিতে জেলাটির বিভিন্ন প্রান্তের হতে আসা জনগনে সহজে চিকিৎসা লাভ করতে পারে।এই প্রতিবাদী কার্যসূচীতে নগাঁওয়ের ঔষধ ব্যবসায়ী সন্থাই সহযোগিতা করে।
কোন মন্তব্য নেই