ক্ষমা চাক বিশ্বভারতী, বলে আইনি নোটিশ দিলেন অমর্ত্য সেন
নয়া ঠাহর ,কলকাতা: দেশের গর্ব নোবেল জয়ী বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন কে সাধারণ উপাচার্য জমির অজুহাতে অপমান করছেন হেনস্তা করছেন। শান্তিনিকেতনের আদি বাসিন্দা অমর্ত্য সেন কবে বাবা ঠাকুরদার নামে এক টুকরো জমি লেনদেন হয়েছিল তা নিয়ে বিশ্বভারতীর উপচার্য্য ভুয়ো অভিযোগে নাস্তা নাবুদ করছেন। তার নখের যোগ্য নয় একজন সাধারণ শিক্ষক দিল্লির দক্ষিণ্যে এতবড় বেআইনি কাজ করছেন বলে বাঙালি রা মনে করে।যাকে মাথায় নিয়ে রাখা উচিত বিশ্বজুড়ে নাম ডাক । অমর্ত্য সেন আছেন বলেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের এত নাম ডাক। সেখানে গিয়ে দেখলাম গর্ব করার করার কিছু নেই। মিউজিয়ামে চুরি যাওয়া নোবেল পদক দেখলাম। তা উদ্ধার করতে পারেনি সরকার। বড় লজ্জা বড় পারি তাপের। উপাচার্য্যের লজ্জা আছে তো (দিল্লি যাচ্ছেন সেন)
কোন মন্তব্য নেই