Header Ads

রেলের আত্মঘাতী সিদ্ধান্ত,লামডিং, বদরপুর ,হজাই, সিলচরের স্টেশন চত্তরে সব স্টাল গুঁড়িয়ে দিচ্ছে

 অমল গুপ্ত, গুয়াহাটি দেশের নেতারা দেশ কে সস্তা দরে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি করতে সময়ের প্রয়োজন হয় না।দেশের গর্ব রেল কে বেসরকারি করণ  করার পথে এগোচ্ছে। গুয়াহাটি রেল স্টেশন  চত্তর থেকে গরিব মানুষের ছোট ছোট স্টল তুলিয়ে দিয়ে  তথাকথিত টেন্ডার  দেখিয়ে  লাখ লাখ টাকা দিয়ে প্রায় জবর দখল করে গরিব মানুষের ছোট দোকাম গুলো কেড়ে নেওয়া হলে। মালিগাঁও রেল ভবনের অনেকের পেট ভরলো।সেই একই কায়দায় বাঙালি জনগোষ্টির বড় শহর লামডিঙের  শতাব্দী প্রাচীন রেল  স্টেশন  চত্তরের ৬১টি দোকান বদরপুরের ৩০ টি হজাই এর১১টি সিলচরের ৯ টি স্টল গুঁড়িয়ে দিচ্ছে রেল। অধিকাংশ স্টল  বাঙালির  তারাই আজ টার্গেট । গুঁড়িয়ে দেওয়ার পর  নিলাম ডাকা হবে চড়া দামে।যার ক্ষমতা আছে থাকবে যারা লাখ লাখ টাকা দিতে পারবে না তাদের  সরিয়ে দেওয়া হবে।  লামডিং রেল স্টেশনের   দোকান গুলির নিলাম হবে আর রেল অফিসের একাংশ বাবুর পেট  ভরবে।    রেলে   নিরপেক্ষ বা   সততার কোনো স্থান নেই। রেলের উত্তর পূর্বের সদর কার্য্যালয় মালিগাঁও এ শুধু বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে  সেই রেলের কাছ থেকে সুবিচার আশা করা যায় না। ৮১টি দোকানের সংগে চার পাঁচ হাজার পরিবার জড়িত  এই চাকরি না হওয়ার বাজারে তারা যাবে  কোথায়? রেল কি কোন পুনর্বাসন দেবে? গরিবের পেটে লাঠি মারছে রেল  কেবল বাঙালি বলেই কি? লামডিঙে একজন  বিধায়ক আছেন  তার প্রতিবাদ করার সাহস নেই বলেই মনে করেন লামডিং বাসী।রেলের উচ্চ মহলে  পৌঁছাতে  পারবেন কি? এই দোকানের সবাই বিজেপি কে ভোট দিয়েছে।বিজেপি তাদের দেখবে কি?














কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.