বাঙালি হিন্দুর পর বাংলাদেশে তেলেগুভাষী হিন্দুদের উচ্ছেদ নোটিশ
নয়া ঠাহর গুয়াহাটি: বাংলাদেশে হিন্দু নির্য্যাতন কমার লক্ষণ নেই। এবার তেলেগু সম্প্রদায়ের হিন্দু জনগোষ্ঠী যারা ব্রিটিশ রাজ তেলেঙ্গানা থেকে তেলেগু সাফাই কর্মীদের বাংলা দেশে পাঠিয়েছিল , স্বাধীন বাংলাদেশ তদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এই জনগোষ্ঠীর১৩০০ জনকে ঢাকা করপোরেশন উচ্ছেদ করার নোটিশ জারি করেছে। এদিকে ঠাকুরগাঁও এ বালিয়া ডিঙি উপ জেলায় গভীর রাতে ৫টি মন্দির ১৪টি প্রতীমা ভাঙচুরের ঘটনা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সমাবেশের আয়োজন করেছে
সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেছেন তারা সংখ্যালঘু নন কেবল তাদের টার্গেট করা হচ্ছে। তদের সংখ্যালঘু ভাবতে বাধ্য করা হচ্ছে।বাংলাদেশের সার্বিক উন্নয়নে কয়েক কোটি বাঙালি হিন্দু সামিল হয়েছে। মুক্তি আন্দোলনে প্রাণ আহুতি দিয়েছে।হত্যা লুট ধর্ষনের শিকার হয়েছে কয়েক লাখ বাঙালি হিন্দু ,আজ সরকার তাদের ধর্ম সংস্কৃতি কে আক্রমণ করছে।জীবন জীবিকার নিরাপত্তা নেই।
কোন মন্তব্য নেই