Header Ads

সান্তুনু মুখার্জী তৃণমূল রাজ্য কমিটির মুখপাত্র নির্বাচিত

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটী ১/২/২৩ ইং রাজ্যে ছাত্র রাজনীতি থেরে শুরু করে  সুদীর্ঘ ৩৪ বৎসর সামাজিক কর্মকর্তা হিসাবে পরিচিতদের মধ্যে শান্তনু মুখার্জী একজন অন্যতম৷ গত ২০১৯ ইং সালে বরপেটা লোকসভার বিজিপি দলের প্রার্থী তথা গত বিধান সভার নির্বাচনে বঙাইগাঁও ও সরভোগ বিধান সভার পিজেপি দলের প্রার্থী ও পিজেপি দলের অসম রাজ্য সমিতির সভাপতি শান্তনু মুখার্জী গত ২২ জানুয়ারীতে গুয়াহাটীতে অনুষ্ঠিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের  বর্তমানের মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিতিতে ৫০/৬০ জন সমর্থক সহ তৃণমূল কংগ্রেসের নীতি, আদর্শের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ এবং শান্তনু মুখার্জীকে উপযুক্ত মনে করে  অসম রাজ্য সমিতির সভাপতি প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ রিপুন বরা তৃণমূল কংগ্রেসের অসম রাজ্য সমিতির মুখপাত্রের দায়িত্ব অর্পণ করেন৷ দিল্লি  থেকে
আজ এক টেলিফোনিক বার্তলাপে নব নিযুক্ত তৃণমূল কংগ্রেসের অসম রাজ্য সমিতির মুখপাত্র শান্তনু মুখার্জী অভিযোগ করেন যে গত লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদের প্রার্থী মোডি সাহেব "ডিটেনসন ক্যাম্প" ভেঙে দেবার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন কিন্তু নির্বাচনে জয়ী হয়ে শাসনভার গ্রহণ করে “ডিটেনসন ক্যাম্প" ভাঙার পরিবর্তে গোয়ালপারার মাটিয়াতে কয়েকশ কোটি টাকায় নির্মিত বিশাল “ডিটেনসন ক্যাম্প" নির্মাণ করে কোনোধরনের আনুমানিক উদ্বোধনের অনুষ্ঠান নাকরেই ইতিমধ্যেই ৩৮ জন ভুয়ো “ডি" টেগ লাগানো ব্যক্তিকে নতুন "ডিটেনসন ক্যাম্পে নিক্ষেপ করেছেন৷মোডি সাহেবের এই ধোকাবাজি ব্যাপকহারে প্রচার করার জন্য সংবাদমাধমের প্রতি আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের অসম রাজ্য সমিতির মুখপাত্র শান্তনু মুখার্জী

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.