জোশী মঠের মত অবস্থা হবে গুয়াহাটির পাহাড় এলাকায়
অমল গুপ্ত বেঙ্গালুরু ; অসমের প্রাক্তন মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ আশংখা প্রকাশ করে বলেছেন গুয়াহাটির খারগুলি পাহাড় তলি এলাকায় পাহাড়ের ধস রাস্তায় নেমে এসেছে।যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। জোশী মঠের মত ধস নামতে পারে। কুমার সঞ্জয় কৃষ্ণ অসম ইলেট্রিকসিটি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান পদে আছেন।
কোন মন্তব্য নেই