Header Ads

তেজপুরের কবি সাহিত্যিক সবিতা দাস অসমের সম্মান বাড়িয়েছে

তেজপুরের  কবি সাহিত্যিক সবিতা দাস সমগ্র অসম রাজ্যকে গর্বিত করেছেন।
পিন্টু রয় , তেজপুর 2 ডিসেম্বর : আজকের যুগে পুরুষের তুলনায় নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, আজকের যুগে এই সত্যটি কারো কাছে গোপন নয়। বরং এমন অনেক ক্ষেত্রেই রয়েছে যেখানে নারীরা পুরুষের চেয়ে অনেক এগিয়ে আছে , যার তথ্য সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ পাচ্ছে। এমনই একটি ঘটনায় অসমের মানুষকে গর্বিত করে তুলেছেন যুব কবি সাহিত্যিক ও তেজপুর শহরের বাসিন্দা সবিতা নামে এক মহিলা । উল্লেখযোগ্য যে তেজপুরের সবিতা দাস "সবি " সর্বসম্মতভাবে কবি সাহিত্যিক অটল বিহারী বাজপেয়ী সম্মান ২০২০-এর জন্য নির্বাচিত হয়েছেন। তিনি "কিনারে পর আকর" নামে একটি হিন্দি কবিতা লিখে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, এই কবিতাটি  ২০২০ সালে গুয়াহাটির থেকে প্রকাশিত হয়েছিল এবং এই কবিতাটির জন্য তিনি মধ্যপ্রদেশ সাহিত্য আকাদেমি ভোপাল কর্তৃক অল ইন্ডিয়া অটল বিহারী বাজপেয়ী পুরস্কার ২০২০-এর জন্য নির্বাচিত হয়েছেন। এর পূর্বেও তিনি বহু বার রাষ্ট্রীয় এবং অন্তররাষ্ট্রীয় পুরস্কার লাভ করে ছিলেন। পেশায় একজন শিক্ষিকা এবং তিনি বর্তমান ব্লক রিসোর্স পারসন হিসেবে নগাঁও কাজ করছেন।তিনি স্কুল জীবন থেকেই লেখালেখির শৌখিন, এখন পর্যন্ত অনেক কবিতা এবং গল্প লিখেছেন, যা লক্ষ লক্ষ লোক পছন্দ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বলেন, ভালো কবিতা বা গল্প লিখতে বয়স কোনো ব্যাপার নয়, লেখার জন্য শুধু চিন্তার গভীরতাই যথেষ্ট......।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.