Header Ads

নগাঁও বিশিষ্ট আলোক চিত্র শিল্পী অসীম কুন্ডু পরলোকে ,সহরে শোকের ছায়া

,,নগাঁওতে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অসীম কুন্ডুর মৃত্যু:শোক প্রকাশ।
সুনীল রায় নগাঁও ২ ডিসেম্বর :- নগাঁওয়ের বিশিষ্ট আলোকচিত্র শিল্পী তথা ফটো সাংবাদিক অসীম কুন্ডু(৬১) গতকাল রাতে প্রায় ১২টার সময়ে দেহবাসন ঘটে।নগাঁও শহরের পানীগাঁও জ্যোতিনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেশিল্পী জনে।গত এক বছর ধরে উচ্চ রক্তচাপ জনিত কারণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে ছিল।অতি জনপ্রিয়, অমায়িক, ভদ্র- নম্র স্বভাবের কুন্ডুর মৃত্যুর খবর আজ সকালের দিকে ছরে পরাতে সমগ্ৰ নগাঁও শহরটি তে শোকের ছায়া পরেছে।
নগাঁও ফটোগ্ৰফার এচছিয়েশ্বনের সভাপতি হিসেবে মৃত্যুর দিন প্রর্যৃন্ত কার্য্যনির্বাহ করে ছিল প্রয়াত কুন্ডুয়ে।
এর উপরেও " বিস্ময়" আলোচনীর নিয়মীয়া আলোকচিত্র শিল্পী হিসেবে কর্মরত ছিল। অসমীয়া কথাছবি জগতের বহু কয়টি কথাছবির তিনি স্থির চিত্র গ্ৰহন করার সাথে বিশিষ্ট কথাছবি নির্মাতা অরূপ মান্নার সকলো কথাছবির স্থির চিত্র গ্ৰহন কারী ছিল জ্যেষ্ট ফটোগ্ৰাফার জনে। তাছাড়া অধুনালুপ্ত জনপ্র্রিয় স্থানীয় নিউজ চেনেল " নগাঁও টকসের জ্যেষ্ট ফটো সাংবাদিক ছিল কুন্ডু। শিল্পী জনের মৃত্যুতে নগঁও সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা,প্রাক্তন মন্ত্রী গিরীন্দ কুমার বরুয়া,নগাঁও ফটোগ্ৰফার এচছিয়েশ্বন নগাঁও জেলা বার্তাজীবী সংঘের সভাপতি কনক হাজারিকা এবং সম্পাদক ভাস্কর জ্যোতি মেধি, নগাঁও প্রেছ ক্লাব , নগাঁও ইলেকট্রনিক মিডিয়া এছ, সিশ্যান, আপকু নগাঁও জেলা সমিতিকে ধরে বহু সংখ্যক অনুষ্ঠান- প্রতিষ্টানে তার মৃত্যু তে শোক প্রকাশ করার সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করে। মৃত্যুর  সময়ে তিনি পত্নী এবং এক মেয়ে রেখে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.