Header Ads

শিলচর ,সিলেটের সংস্কৃতির নিবিড় মেলা ২ ডিসেম্বর শিলচর প্যারেড গ্রাউন্ডে আয়োজক সাংসদ রাজদীপ রায়

 নয়া ঠাহর,  সিলচর : শিলচর আর সিলেট দুটি অঞ্চল সময়ের কালস্রোতে বিচ্ছিন্ন হলেও ভাষা সাহিত্য সংস্কৃতির অভিন্নতায় আজও এক নিবিড় সম্পর্কে গাঁথা। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করে দুটি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য বিপণন ও পরিকাঠামো উন্নয়নের দিশা খোঁজতে এবং সাহিত্য সংস্কৃতির একাত্মতাকে নিবিড়তর করতে আগামী ২ এবং ৩ ডিসেম্বর ২০২২ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ' শিলচর - সিলেট উৎসব,২০২২'।

এই উৎসবে কলকাতা, বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান যেমন থাকবে তেমনি সাহিত্য আসর এবং দু'দেশের জলপথ, প্রকৃতি, পরিবেশ নিয়ে থাকবে মনোজ্ঞ আলোচনাও।

 অনুষ্ঠানস্থলে থাকবে জনগোষ্ঠীয় সংস্কৃতির প্রদর্শন, খাদ্যেৎসব এবং এ অঞ্চলের জলপানের দোকানও।

 শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমন এক আন্তর্জাতিক অনুষ্ঠানে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় দু দিনের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এ আশা রাখি।

ডাঃ রাজদীপ রায়
সাংসদ শিলচর

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.