অতনু , অভিষেক নামে দুই ছাত্রকে হত্যা করার পর ১৫দিন মর্গে পড়ে ছিল পুলিশ টের পেল না
নয়া ঠাহর কলকাতা:পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের তিন টি বাড়িতে আজ সিবি আই হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। বগুইহাটি থানার অন্তগত এলাকার দুই ছাত্র কে খুন করে ফেলে দেওয়া হল। তাদের মরদেহ মর্গে ১৫দিন পড়ে ছিল। অতনু দে ও অভিষেক নস্কর নামে দুই ছাত্র কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।এক কোটি টাকা করে মুক্তি পণ দাবি করা হয়। বিহারের সিতামারীর প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি কে পুলিশ গ্রেফতার না করে অন্য চার জনকে গ্রেফতার করে। আজ থানা ঘেরাও করে মহিলারা। এই ঘটনার কথা ২৪ঘন্টা আগেও সব থানাকে জানানো হয়েছিল বলে বসিরহাট পুলিশ জানিয়েছিল। ২২আগস্ট গাড়ির মধ্যে ছাত্র দুজন কে হত্যা করা হয়। ভাড়াটে খুনি দিয়ে তাদের হত্যা করা হয়। বিধান নগর পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা হত না বলে বিরোধী রা অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই