ইউনেস্কোকে সম্মানপ্রদান অনুষ্ঠানে সৌরভ ছিলেন "ম্যান অফ দি ম্যাচ"
নয়া ঠাহর,কলকাতা: ইউনেস্কো বাংলার দুর্গোৎসব কে আবহমান কালের হেরিটেজ বলে স্বীকৃতি দেওয়ার পর মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা লুফে নিয়েছিলেন ,ইতিহাসবিদ তপতী গুহ ঠাকুরতা এই স্বীকৃতি আদায়ের অন্যতম মুখ হলেও বিজেপি সরকার দাবি করছে তারাই এই সম্মান এনে দিয়েছে। মুখ্যমন্ত্রী এই মেগা অনুষ্ঠানে বাংলার মুখ হিসাবে সৌরভ গঙ্গো পাধ্যয় কে হাজির করিয়ে বাজিমাত করতে চাইছেন। অনুষ্ঠানে দেখা গেল মমতা সৌরভ পরস্পর পরষ্পর কে বার বার উত্তরীয় পড়াচ্ছেন। দুর্গা বাংলার মেয়ে এক আবেগ জড়িয়ে আছে তা কে কাজে লাগিয়ে অনুব্রত ,পার্থ চট্টোপাধ্যায় দের লাগাম ছাড়া দুর্নীতি ঢাকতে চাইছেন বলে বিরোধিদের অভিযোগ। সৌরভের উজ্জ্বল ভাবমূর্তি কাজে লাগাতে চাইছে মমতা।
কোন মন্তব্য নেই